বৃষ্টির কারণে কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি! দিনের দ্বিতীয় সেশনের খেলাও অসম্ভব। সবমিলে প্রথম তিনদিনের বাস্তবতা বলছে- কানপুর টেস্টের বাকি অংশে বাংলাদেশ খুব খারাপ ব্যাটিং না করলে ম্যাচে ফলাফল আসা কঠিন! আর তাতে দীর্ঘায়িত হতে পারে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সমীকরণ।
এখন পর্যন্ত প্রথম ইনিংসে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর ১০৭। চতুর্থ দিনেও থাকছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির আশঙ্কা যত বাড়ছে ততই গম্ভীর-রোহিতের কপালে চিন্তার ভাঁজও চওড়া হচ্ছে। ভারতের চিন্তার কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল। কারণ চেন্নাইয়ের মত বাংলাদেশকে হারাতে পারলে পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান আরও সংহত হত। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ ড্র হলে ভারতের পরিকল্পনা বিরাট ধাক্কা খাবে।
যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে আছে ভারতই। ১০ টেস্টের মাঝে সাতটি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ফলে ভারতের পয়েন্ট সংখ্যা এখন ৮৬, পয়েন্ট শতাংশ ৭১.৬৭। চেন্নাইয়ে ভারত ১২ পয়েন্ট সংগ্রহ করেছিল। এবার ড্র হলে পাবে মাত্র চার। একইসঙ্গে ফাইনালে উঠার অঙ্কও পাল্টে যাবে। বাকি আট ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জিততে হবে এবং একটি ম্যাচ ড্র করতে হবে। এখন কানপুরে বাংলাদেশকে হারাতে না পারলে, নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করলেও লাভ হবে না! ভাগ্য ঝুলে থাকবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি পর্যন্ত।
এদিকে, বাংলাদেশেরও লাভ হবে কিছুটা। ৭ ম্যাচে পয়েন্টের ৩৯ শতাংশ পেয়ে বাংলাদেশ আছে টেবিলের ছয়ে, ৩৮ শতাংশ পেয়ে সাউথ আফ্রিকা আছে সাতে। এই ম্যাচটি ড্র হলে দু’দলের সিরিজ শুরু হওয়ার আগে ওপরেই থাকবে টাইগাররা।
0 Comments