সিসি টিভি ফুটেজেই মিললো টাইগার ফ্যান রবির আসল ঘটনা , সস্তা জনপ্রিয়তা পাওয়ার লোভই যেনো চেপে ধরে ছিলো টাইগার ফ্যান রবির। বিশ্লেষকরা মনে করছেন দেশে কাজ করে খাওয়ার থেকে সহজ এ ব্যবসা হচ্ছে মানুষের আবেগ ব্যবসা, আর রবি ঠিক এটাই করছেন।
ইন্ডিয়ার এক সিসি টিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, রাস্তায় চলাকালীন হঠাৎ এক অদৃশ্য কারণেই মাটিতে পেট চেপে ধরে বসে পরেন রবি।অসুস্থ হতেই পারেন, আপত্তি নেই তাতে,তবে তিনি অভিযোগ করেন, ভারতীয় সমর্থকেরা আঘাত করেছেন,কিন্তু তার চারপাশে ছিলো না কেউ ই।
এর আগেও অভিযোগ করেছিলেন তাকে হেনস্থা করা হয়েছে বিভিন্ন ভাবে,তার এমন বিতর্কিত কর্মকাণ্ডে দুইদেশের ভক্ত সমর্থকদের মধ্যে তৈরি হয় এক বিশাল কলহল । এ জন্য টাইগার ফ্যান রবির ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিলো ইন্ডিয়া। অবশেষে ইন্ডিয়া ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে টাইগার ফান রবিকে।এমনকি পরবর্তী খেলা না দেখতে দিয়েই দেশে পাঠিয়ে দিচ্ছে ইন্ডিয়া।
হাসপাতালে যাওয়ার সময় ইন্ডিয়ার ফ্যানদের হাতে মার খাওয়ার অভিযোগ করেছিলেন,কিন্তু হাসপাতালে যাওয়ারপর নিজেই স্টেটমেন্ট পরিবর্তন করেন,অসুস্থ হয়ে যাওয়ার কথা স্বীকার করলেও,পরবর্তীতে আবারও মার খেয়েছেন বলেই অভিযোগ করেন।এমনকি রবি দাবি করেন সাংবাদিক মেজবা মিলন স্বচক্ষে সব দেখেছেন,কিন্তু মেজবা মিলন জানেন না কিছুই।
ক্রিকেট বিশ্লেষকদের অনুরোধ এমন ফ্যানদের স্পন্সর না করে,দেশীয় ক্রিকেটের উন্নতির জন্য কাজ করা।
0 Comments