Hot Posts

6/recent/ticker-posts

রোহিত-কোহলিদের উইকেট পেয়ে যা বললেন পেসার হাসান মাহমুদ

 



চেন্নাই টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান করেছে ভারত। শুরুর দুই সেশনে টাইগার বোলারদের দাপটের পর শেষ সেশনে ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। সেই সুবাদেই এখন ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিয়ে ফেলেছে ভারত।


চেন্নাই টেস্টের শুরুটা স্বপ্নের মত করেছিল বাংলাদেশ। ভারতের তিন ব্যাটার রোহিত শর্মা, শুবমান গিল এবং বিরাট কোহলিকে ফিরিয়ে দিয়ে শুরুতেই তাদের বড়সড় ধাক্কা দেন টাইগার পেসার হাসান মাহমুদ। প্রথম দুই সেশনে ভারতের ৬ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে ৭ম উইকেটে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার অবিচ্ছিন্ন জুটির সুবাদে বিপদ সামাল দিয়ে ফেলেছে ভারত।


দ্বিতীয় দিনে ভালো করতে চান ৪ উইকেট তোলা টাইগার পেসার হাসান মাহমুদ। ভারতকে ৪০০ রানের মধ্যে আটকাতে চান তিনি। দিন শেষে সংবাদ সম্মেলনে হাসান বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে ৪০০ এর আগে অলআউট করতে পারলে আমাদের জন্য ভালো হবে মনে হয়। উইকেট এখন অনেক সহজ হয়ে গেছে ব্যাটিংয়ের জন্য। অনেক ব্যাটিং সহায়ক এখন। আমরা চেষ্টা করছি কীভাবে চাপ দেওয়া যায় সেভাবে বল করার। কালকে ইনশাল্লাহ এটাই হবে।’


হাসান আরও বলেছেন, ‘আমার মনে হয় বোলিংটা আরেকটু ইকোনিমিক্যাল, আরেকটু গোছানো হতে পারত।  চেষ্টা করছি যেন ভালো জায়গায় বল করে তাদের চাপে ফেলা যায়। এখন মোমেন্টাম ওদের দিকে আছে। চেষ্টা করলে আশা করি ৪০০ এর আগে অলআউট করতে পারব ইনশাল্লাহ।’


দ্বিতীয় দিনের সকালে ভালো করার আশায় আছেন হাসান, ‘আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ কালকে আবার দ্রুত ব্রেক থ্রু এনে দিতে পারি খেলায় ফিরে আসতে পারব আশা করি। উইকেট ফ্ল্যাট হলেও একুরেট বল করতে পারলে ব্যাটারকে চাপে রাখতে পারলে আসলে ভালো করা সম্ভব।

’দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এটি।

Post a Comment

0 Comments