শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী ‘এ’ দল যেন স্রেফ ঝড় তুলল। রাবেয়া খানের নেতৃত্বে এক অসাধারণ স্পিন আক্রমণে স্বাগতিকদের মাত্র ৬০ রানে গুটিয়ে দিয়ে ১০৪ রানের বিশাল জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পি-সারা ওভাল স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৬৫ রানের শক্তিশালী সংগ্রহ দাঁড় করায়। ওপেনার সাথি রাণি খেলেন ৪০ বলে ৫০ রানের ঝলমলে ইনিংস। এরপর রান তাড়া করতে নেমে লঙ্কানরা বাংলাদেশের স্পিন আক্রমণের কাছে পাত্তাই পায়নি। অধিনায়ক রাবেয়া খান একাই ৪ উইকেট শিকার করেন, পাশাপাশি ফাহিমা খাতুন ও সুলতানা খাতুন পান ২টি করে উইকেট।
লঙ্কানদের ইনিংসের শুরুটা ভালো হলেও দ্রুতই ছন্দ হারায় তারা। প্রথম ৩ ওভারে ২১ রান তোলা শ্রীলঙ্কা রাবেয়া ও সুলতানার আঘাতে দ্রুতই কোণঠাসা হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ৬০ রানে অলআউট হয়।
এর আগে বাংলাদেশের ইনিংসেও সাথি রাণি ও সোবহানা মোস্তারির ৮০ রানের পার্টনারশিপ ছিল উল্লেখযোগ্য। সোবহানা ৩৯ বলে ৩৯ রান করেন, আর জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ফিরে এসে ২৪ বলে ৩৪ রান যোগ করেন।
0 Comments