Hot Posts

6/recent/ticker-posts

এবার রোহিঙ্গা সংকট সমাধানে এক অভাবনীয় পদক্ষেপ নিলো প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

 


রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত সময়ে অন্য দেশে পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


রোববার (৮ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।


আইওএম বাংলাদেশের মিশন প্রধান আবদু সাত্তার ইসোয়েভ বৈঠকে যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে রোহিঙ্গাদের পুনর্বাসনের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। যুক্তরাষ্ট্র হাজার হাজার রোহিঙ্গাকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়নি বলে জানানো হয়।


প্রধান উপদেষ্টা প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন এবং বলেন, পুনর্বাসন প্রক্রিয়া সহজ ও নিয়মিত হওয়া উচিত।


বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন, স্বরাষ্ট্র সচিব আবদুল মোমেন, এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোরশেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এবং আইওএমের ডেপুটি চিফ অব মিশন ফাতিমা নুসরাথ গাজ্জালী।

Post a Comment

0 Comments