দেশের ক্রিকেটের উন্নতির সঙ্গে সঙ্গে ক্রিকেটারদের কদর বেড়েছে ফ্রাঞ্চাইজি লিগে। আর এই সব লিগেই ব্যাট বল হাতে বিশ্ব মাতাছেন নামি দামি ক্রিকেটাররা।
ক্রিকেটাররা রীতিমতো স্টারে পরিণত হয়েছেন। অজপাড়া গ্রাম থেকে উঠে আসা ক্রিকেটাররা জাতীয় দল কিংবা ফ্রাঞ্চাইজি লিগ খেলে হয়ে হয়ে যাচ্ছেন কোটি টাকার মালিক।
তেমনি পিছিয়ে নেই সাব্বির রহমান। দীর্ঘদিন পর জিম্বাবুয়ের জিম আফ্রো টি ১০ লিগ দিয়ে খেলায় ফিরছেন এই ব্যাটার। হারারে বোল্টসের হয়ে মাঠ কাঁপাবেন এই অবহেলিত ক্রিকেটার।
অনেক সূত্র থেকে জানা যায় যে, পাপন বোর্ডের দায়িত্বে থাকাকালীন অনেকটাই রাজনীতির শিকার হয়ে দল থেকে বাদ পরেছিলেনে এই হার্ড হিটার। তাহলে কী রাজনীতির শিকার হয়ে এত দিন দলে ফিরতে পারিনি সাব্বির। পাপনের পদত্যাগের পরেই ক্রিকেটে ফিরলেন এই ক্রিকেটার।
হাজারও দর্শকদের মনে আজও প্রশ্ন উঠে সাব্বির কী পারবে জাতীয় দলে ফিরতে। সাব্বিরের সামনে বড় পরীক্ষা হলো এই জিম আফ্রো টি ১০ লিগ। কারণ এই লীগে সাব্বির ভাল পারফর্মেন্স করতে পারলেই জাতীয় দলে আবারও ডাক পাবেন এমনটাই আশা হাজার হাজার দর্শকদের মনে।
0 Comments