বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচের ৩য় দিনের খেলা চলছিল। বাংলাদেশের ২য় ইনিংসের ৩৮ তম ওভারের মোহাম্মদ সিরাজ আসেন বোলিংয়ে। ২ বল করার পরেই চেন্নাইয়ের সুমদ্রের সাইড থেকে ধেয়ে আসে কালো মেঘ। মুহুর্তেই হয়ে যায় অন্ধকার। অন ফিল্ড আম্পায়ার দুজন কথা বলে সিদ্ধান্ত নেন খেলা বন্ধ করতে হবে। আম্পায়ারের সিদ্ধান্ত শোনে ভারতের অধিনায়ক রোহিত শর্মা আম্পায়ারের কাছে জানতে চান স্পিন বোলিং করলে খেলা চালিয়ে যাওয়া সম্ভব কি? তখন আম্পায়ার রোহিত শর্মা কে জানান যদি স্পিন করো তাহলে খেলা চালিয়ে যাওয়া যাবে আর না করলে বন্ধ করতে হবে। কিন্তু মোহাম্মদ সিরাজ যেহেতু ২টি বল করে ফেলেছিলেন সেহেতু রোহিত শর্মার কাছে খেলা বন্ধ করার সিদ্ধান মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না।
0 Comments