Hot Posts

6/recent/ticker-posts

 



গৌতম গম্ভীরকে নিয়ে ক্ষোভ আছে বাংলাদেশের অনেকেরই। কলকাতা নাইট রাইডার্সকে দুটি আইপিএল শিরোপা জেতানো অধিনায়ক নাকি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ঠিকভাবে মূল্যায়ন করতেন না- এ অভিযোগ অনেকেরই।


তবে খেলার মাঠে ব্যাপারটা যে চায়ের কাপের ঝড় কিংবা সোশ্যাল প্ল্যাটফর্মের আলোচনা-সমালোচনার মতো নয়, এবার তা অনেকটাই স্পষ্ট হলো। গম্ভীর তার সতীর্থদের থেকে আইপিএলের সেরা যে একাদশ বেছে নিয়েছেন, সেখানে রেখেছেন সাকিব আল হাসানকে।


ভারতের একটি ক্রিকেট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর তুলে ধরেছেন তার বাছাইকৃত আইপিএলের সেরা একাদশ। আইপিএলে একাদশে রাখা যায় ৪ বিদেশিকে। গম্ভীর অবশ্য তার একাদশে বিদেশি ক্রিকেটার রেখেছেন ৬ জন।


গম্ভীরের একাদশে একজন উদ্বোধনী ব্যাটার তিনি নিজেই, অন্যজন রবিন উথাপ্পা। ওয়ান ডাউনে রাখা হয়েছে সূর্যকুমার যাদবকে। অলরাউন্ডারে ভরপুর সেই একাদশে ভারতের ইউসুফ পাঠানের সাথে আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, বাংলাদেশের সাকিব আল হাসান ও ত্রিনিদাদ তথা ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। স্পিনে আধিক্য দিয়ে সাজানো দলে গৌতম আরও রেখেছেন পীযুষ চাওলা, ড্যানিয়েল ভেট্টোরি ও ভারত জাতীয় দলে তার কোচিং প্যানেলের আরেক সদস্য মরনে মরকেলকে।

Post a Comment

0 Comments