বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। তার আগে দু’দিন দু’টি সাংবাদিক বৈঠক। মঙ্গলবার বৈঠকে এক জনের খেলার কথা নিশ্চিত করে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। জানিয়ে দিয়েছিলেন, লোকেশ রাহুল খেলবেন। বুধবার সাংবাদিক বৈঠকে বাকি দল প্রায় জানিয়ে দিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর।
পাকিস্তানকে হারানোর জন্য বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন গম্ভীর। কিন্তু তাঁর দল কাউকে ভয় পায় না বলেই জানিয়েছেন তিনি। বাংলাদেশের স্পিনারদের বিরুদ্ধে ভারতের ব্যাটারদের খেলতে সমস্যা হবে না বলেই মনে করেন তিনি।
গম্ভীরের কথা থেকে স্পষ্ট, চেন্নাইয়ে ছয় ব্যাটার ও পাঁচ বোলারে খেলবে ভারত। ওপেনে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের খেলা নিশ্চিত। তিন নম্বরে শুভমন গিল ও চারে বিরাট কোহলিও নিশ্চিত। পাঁচ ও ছ’নম্বরে লোকেশ রাহুল ও পন্থ খেলবেন। দুই স্পিনার হিসাবে অশ্বিন ও জাডেজা খেলবেন। এক পেসার বুমরা। তৃতীয় স্পিনার ও দ্বিতীয় পেসারের নাম সরাসরি বলেননি গম্ভীর। দলে দ্বিতীয় পেসারের জায়গায় লড়াই হবে মহম্মদ সিরাজ ও আকাশ দীপের। অভিজ্ঞতার কারণে সিরাজের খেলার সম্ভাবনা বেশি। তৃতীয় স্পিনারের জায়গায় লড়াই হবে কুলদীপ যাদব ও অক্ষর পটেলের। ব্যাটের জন্য অক্ষর এগিয়ে থাকলেও রিস্ট স্পিনার খেলাতে চাইলে কুলদীপের দিকে ঝুঁকতে পারেন গম্ভীর।
0 Comments