Hot Posts

6/recent/ticker-posts

১২ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে বিসিবি থেকে বড় সুখবর পেলো সাব্বির

 



সাব্বির রহমানের সামর্থ্য নিয়ে প্রশ্ন কারও কখনই ছিল না। প্রশ্নটা ধারাবাহিকতা নিয়ে। জাতীয় দলের একসময়ের হার্ড হিটার এই ব্যাটার এবার হতাশ করলেন জিম-আফ্রো টি-টেন লিগের দল হারারে বোল্টসকে, তাও সেমিফাইনালের মর্যাদা পাওয়া ম্যাচে। আগের রাতে ১২ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংসের পর এবার দলকে ফাইনালে তোলার সুযোগ এসেছিল সাব্বিরের সামনে। তবে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ নিয়ে।


পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্রথম কোয়ালিফায়ারে জোবার্গ বাংলা টাইগার্সের মুখোমুখি হয়েছিল হারারে। সেই ম্যাচে জোবার্গ জিতে যায় অনায়াসেই। ফাইনালে যাওয়ার আরেক সুযোগ আসে হারারের সামনে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ ছিল ক্যাপটাউন স্যাম্প আর্মি।


প্রথম কোয়ালিফায়ারে সাব্বির ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি, ক্রিজে নেমেছিলেন ৪ ব্যাটার। পরের ম্যাচে তার ওপর আস্থা রেখে নামানো হয় ওপেনিংয়ে। তবে সাব্বির নিদারুণ হতাশ করেন দলকে। ইনিংসের দ্বিতীয় বলে আর নিজের প্রথম বলেই বোল্ড হন আমির হামজার বলে। গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ নিয়ে ফেরেন সাজঘরে। দলও পড়ে বিপর্যয়ে। সেই বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন সেহান জয়াসুরিয়া। লঙ্কান এই ক্রিকেটার ১৯ বলে ৩৯ রান করলে ৯৮ রানের পুঁজি পায় হারারে।


তবে এই পুঁজি যেন তুলোর মতো উড়ে যায় ক্যাপটাউনের সামনে। পয়েন্ট টেবিলের চারে থেকে প্লে-অফ খেলা দলটি মাত্র ৭.১ ওভারে ৯ উইকেট হাতে রেখে পৌঁছে যায় জয়ের বন্দরে। ব্রায়ান বেনেট ১৮ বলে ৪৬ রান করে আউট হলে ডেভিড মালান ১৪ বলে ১৯ ও জ্যাক টেলর ১৩ বলে ২৯ রানের দুই অপরাজিত ইনিংসে নিশ্চিত করেন দলের জয়। ২৯ সেপ্টেম্বরের ফাইনালে ক্যাপটাউন স্যাম্প আর্মির প্রতিপক্ষ বাংলাদেশি মালিকানাধীন দল জোবার্গ বাংলা টাইগার্স।


সাব্বিরের এই পারফমেন্সে খুশি বাংলাদেশের বোর্ড সভাপতি সহ সবাই । এবার বিপিএলে সাব্বিরকে দলে ভেরাতে মুখিয়ে আছে সব দল গুলি । এমনকি জাতিও দলেও ফিরে দেশের ক্রিকেটের হাল ধরুক সাব্বির আবার এমনটা চাওয়া সবার । 

Post a Comment

0 Comments