Hot Posts

6/recent/ticker-posts

ভুল শিকার করে ক্ষমা চাইলেন সৌরভ গাঙ্গুলি

 



পাকিস্তান সিরিজের সাফল্যকে তুচ্ছজ্ঞান করা সৌরভ গাঙ্গুলি এবার মানতে বাধ্যই হলেন, বাংলাদেশের পেস বোলিং ইউনিট এই সাফল্যের যোগ্য। এখানেই শেষ নয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদদের খুব ভালো মানের পেস বোলিং ইউনিট বলে আখ্যায়িত করেছেন তিনি।  


ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে সৌরভ দাবি করেছিলেন, পাকিস্তানে এখন প্রতিভার অভাব বলেই বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে। মিয়াঁদাদ, ওয়াসিম, ওয়াকার কিংবা সাঈন আনোয়ার-ইউসুফ-ইউনিসদের সময় পেরিয়ে আসা পাকিস্তানের এমন হাল দেখে দুঃখ প্রকাশ করেছিলেন তিন।


ভালো ক্রিকেটার না থাকায় বাংলাদেশের কাছে পাকিস্তান হেরেছে দাবি করে তিনি আরও বলেছিলেন, ‘ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এরপর বাংলাদেশ সিরিজে ওদের যে খেলা দেখলাম, তা থেকেই প্রমাণিত হয় ওদের ক্রিকেটার উঠে আসছে না। পাকিস্তানের উচিৎ এদিকে নজর দেওয়া।’


বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

এখানেই শেষ নয়। এরপর আরও একবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ বাংলাদেশকে সতর্ক করে বলেছিলেন, ‘ভারতে বাংলাদেশের লড়াই সহজ হবে না। বাংলাদেশকে পূর্ণ সমীহ জানিয়েই বলছি, পাকিস্তান আর ভারত একরকম দল নয়। ভারতের বিপক্ষে শুধু ভারতের মাটিতেই নয়, অন্য কোথাও খেলাও কঠিন।'


তবে চেন্নাই টেস্টে বাংলাদেশের পেসারদের দারুণ পারফরম্যান্স দেখে সুর কিছুটা নরম হয়েছে সৌরভের। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার প্রশংসা করতে গিয়ে এক টুইট বার্তায় তিনি লিখেছেন, 'অশ্বিন ও এরপর জাদেজা, টপ অর্ডারের মতো ইনিংস খেললে। শুধু রানই নয়, তাদের ব্যাটসম্যানশিপও ছিল উঁচু মানের। যা কিনা বাংলাদেশের খুব ভালো একটি সিম অ্যাটাকের বিপক্ষে। পাকিস্তানে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে, তাতে অবাক হওয়ার কিছু নেই।’

Post a Comment

0 Comments