দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত, ফলে বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দেওয়া হয়েছে। ইনিংস ঘোষণার সময় রোহিত শর্মার সঙ্গে শুবমান গিল ১১৯ রানে ও লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশ এর চেয়ে বড় রানের লক্ষ্য আগে তিনবার পেয়েছে, তবে এই ৫০০ রানের বেশি লক্ষ্য পেয়ে নবমবারের মতো চতুর্থ ইনিংসে নামছে। এর মধ্যে বাংলাদেশ সবগুলো ম্যাচেই পরাজিত হয়েছে। সর্বোচ্চ ২০০৯ সালে গ্রেনাডার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৫ রান তাড়া করে জয় লাভ করেছে।
ম্যাচ জিততে হলে বাংলাদেশকে চতুর্থ ইনিংসে বিশ্ব রেকর্ড গড়তে হবে। ৫১৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং শুরু করে সাদমান ইসলাম ও জাকির হাসান উদ্বোধনী জুটিতে ৫০ রান তুলেছেন। জাকির ৩২ ও সাদমান ২০ রানে ব্যাট করেছেন। এটি তাদের জন্য টেস্টে দ্বিতীয়বার উদ্বোধনী জুটিতে ফিফটি। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তারা ৫৮ রান করেছিলেন। বর্তমানে বাংলাদেশের স্কোর ৫৪/০।
এর আগে ভারতের মাটিতে বাংলাদেশ তিনবার টেস্ট খেলেছে, যেখানে ছয় ইনিংসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ ৩৮ রান গড়েছিল তামিম ইকবাল ও সৌম্য সরকার। আজ জাকির ও সাদমান তাদের রেকর্ড ছাড়িয়ে গেছেন, ৫১৫ রানের লক্ষ্য নিয়ে তারা কিছুটা ওয়ানডে মেজাজে ব্যাটিং করছেন।
0 Comments