Hot Posts

6/recent/ticker-posts

নতুন চমকঃ আইপিএলে দল পেতে যাচ্ছেন আরও ৪ বাংলাদেশি ক্রিকেটার


 

বাংলাদেশের পালাবদলের পর দেশের ক্রিকেটে অনেক পরিবর্তনের ছোয়া লাগছে। মাত্র কয়েকদিন আগে পাকিস্তানের সাথে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।


তারপর থেকে বাংলাদেশের লক্ষ্য এখন ভারতের দিকে। তাই সেই মিশনে সাকসেস হতে অনুশীলন শুরু করছে বাংলাদেশ দল।



এদিকে আইপিএল নিয়ে শুরু হয়েছে অনেক তোরজোর। এরই মধ্যে মোস্তাফিজুর রহমানকে নিয়ে অনেক দল কাড়াকাড়ি শুরু করেছে অনেক দল।


বাংলাদেশের পেস বোলিং ইউনিট যেভাবে উন্নতি করছে তাতে যেকোন দেশের বোলিং ইউনিটকে পিছনে ফেলবে।


এদিকে বাংলাদেশের আরও ৪ বাংলাদেশি ফাস্ট বোলার আইপিএলে দল পেতে যাচ্ছে। বলা হচ্ছে যে বোলাররা যদি আসন্ন ইন্ডিয়া সিরিজে ভারতের ব্যাটারদের অসস্থিতে ফেলে। তাহলেই খুলে যাবে আইপিএলের দুয়ার।


তাসকিন আহমেদ আগে থেকেই প্রতিবার ডাক পান, কিন্তু বিসিবি অনুমতি না দেওয়ার কারণে খেলতে পারে না। তাসকিন ছাড়াও সেই লিস্টে আছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

Post a Comment

0 Comments