Hot Posts

6/recent/ticker-posts

হাথুরুর ভুল সিধান্তে কানপুরে বড় বিপদের মুখে বাংলাদেশ

 



৪র্থ দিনের খেলা শুরু ,চালকের আসনে বাংলাদেশ। দারুন ভাবে শুরু করেছে মমিনুল হক।মোহাম্মদ সিরাজের করা ৪৬তম ওভারের প্রথম বলেই আম্পায়ার কেটে আউট হন মুমিনুল হক। তাৎক্ষণিক রিভিউ নেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। স্নিকো মিটার দেখায় যে বলটি ব্যাটে লাগেনি, সেটি ইয়াসভি জয়সওয়ালের হাতে লেগেছিল। এর পর নিজের ১ম শতক পুরন করলেন মমিনুল।

মধ্যান্য বিরতিতে জাবার আগে বাংলাদেশের সংগ্রহ 205/6 ওভার: 66 । 


দুইদিন ভারি বৃষ্টি পাতের পর  একটি বিষয় লক্ষণীয় সেটি হল কানপুরের পিচে ভারতের স্পিনার বোলাররা খুব একটা সুবিধা করতে পারিনি আজ ,প্রথম সেসনে জাদেজাকে বল করতেও দেখা জায়নি । তবে কি কানপুরের পিচ স্পিনার দের জন্য আশীর্বাদ নয় । অন্য দিকে পেসার দের বোলিং তোপে একে একে ধরা সই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার । 


অন্যদিকে কানপুরের পিচকে স্পিন বলের জন্য আদস্য ভেবে তিন স্পিনার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ দল । তাহলে এখন বড় বিপদ বাংলাদেশের সামনে । দুই পেসার কে দিয়ে দশ অভার অথবা ৭ অভার করে মোট ১৪ অভার বল করানর পড়ে স্পিনার দের পরতে হবে ভারতের ব্যাটার দের তোপের মুখে।  

তাহলে কানপুরের মাঠ বিবেচনা না করে তিন স্পিনার নিয়ে দল সাজিয়ে কেমন অভিগ্যতার পরিচয় দিলের  চন্ডিকা হাথুরুসিংহে। 


সারাংশ স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: 205/6 ওভার: 66 (জাকির 0, সাদমান 24, মুমিনুল 102*, শান্ত 31, মুশফিক 11, লিটন 12, মিরাজ 6)

বোলার: বুমরাহ--9-19-0 সিরাজ--7-27-0 অশ্বিন--9-2201 আকাশ--10-34-2

Post a Comment

0 Comments