Hot Posts

6/recent/ticker-posts

গতিতে কোহলির নজর কেড়ে বিশেষ উপহার পেলেন বাংলার এই পেসার

 



বিরাট কোহলির থেকে উপহার নতুন কিছু নয়। তিনি তরুণ ক্রিকেটারদের একাধিক উপহার দিয়ে থাকেন। এবার তিনি বাংলার পেসার আকাশ দীপকে ব্যাট উপহার দিলেন।


ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলির ব্যাটের প্রতি একটা বাড়তি ভালোবাসা আছে। বিরাট কোহলির খেলা মানে তাঁর থেকে কোনও না কোনও জিনিস চাইবেন সতীর্থরা। রিঙ্কু সিং IPL-এর সময় বিরাট কোহলির থেকে ব্যাট চেয়েছিলেন। সেই সময় জানা যায়, বিরাট কোহলি আগেও ব্যাট দিয়েছিলেন রিঙ্কুকে। এবার বিরাটের ব্যাট দেওয়ার তালিকায় যোগ হলেন আকাশ দীপ।


বাংলার পেসার আকাশ দীপ এবার দলীপ ট্রফিতে ভালো খেলার জন্য সুযোগ পেয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম একাদশে তিনি সুযোগ পাবেন কি না সেটা অবশ্য সময় বলবে। তার আগে তিনি বিরাট কোহলির থেকে ব্যাট উপহার পেলেন।


আকাশ দীপ নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায় একটি ব্যাট রাখা আর তার উপর বিরাট কোহলির অটোগ্রাফ। ছবির উপরে লেখা ‘ধন্যবাদ ভাই’। আর বিরাট কোহলিকে ট্যাগ করেছেন তিনি। যার অর্থ, তিনি বিরাট কোহলির থেকে ব্যাটটি উপহার হিসেবে পেয়েছেন। রিঙ্কু সিংয়ের পর বিরাটের ব্যাট প্রাপকদের তালিকায় যোগ হলেন আকাশ দীপ।


বাংলাদেশ তাদের গত টেস্টে পাকিস্তানকে হারিয়েছে। এবার পাকিস্তানকে পরাস্ত করার পর তাদের মিশন ভারত। চেন্নাইতে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। স্পিন শক্তিশালী বাংলাদেশ পাকিস্তানের মাটিতে তাদের পেস দিয়ে বাজিমাত করেছে, তাই বাংলাদেশকে আটকাতে ভারতও পাল্টা পেসকে অস্ত্র করছে। মোট চারজন পেসারকে ভারত রেখেছে টেস্ট দলে। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, যশ দয়াল ও আকাশ দীপ।


চেন্নাইয়ের মাঠ বরাবরই স্পিন সহায়ক। ফলে এখানে ভারত চার পেসার নিয়ে নাও নামতে পারে। সেক্ষেত্রে আকাশ দীপ বা যশ দয়ালের সুযোগ পাওয়ার সম্ভবনা কম। ভারত জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের উপর ভরসা করতে পারে।


আকাশ দীপ জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচে সাফল্য পান। তিনি জ্যাক ক্রলি, বেন জাকেট ও অলি পোপকে আউট করেন।

Post a Comment

0 Comments